ওসমানীনগরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ২৯ জানুয়ারি ২০১৭ ইং, ৫:০৬ অপরাহ্ণ | সংবাদটি ১৬৫৪ বার পঠিত
ওসমানীনগর প্রতিনিধি:: ৩৮ তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষ্যে সিলেটের ওসমানীনগরে দুই দিন ব্যাপী বিজ্ঞান মেলার আয়োজন করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার তাজপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে রবিবার থেকে এ মেলার আয়োজন করা হয়। মেলায় ১১টি ষ্টল অংশ গ্রহন করে। নবনির্মিত এ উপজেলায় এবার প্রথমবারের মতো এ মেলার আয়োজন করায় রোববার সকাল থেকে মেলা প্রাঙ্গনে শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষের ভিড় লক্ষনীয় ছিল। সকাল ১০ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: শওকত আলী প্রধান অতিথি থেকে মেলার উদ্বোধন করেন।
এ উপলক্ষ্যে আলোচনা সভায় সভাপতিত্ব করে উপজেলা কৃষি কর্মকর্তা এম এ সালাম। উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা সৌরভ পাল মিঠনের পরিচালনায় অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ওসমানীনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযুদ্ধা কবির উদ্দিন আহমদ, বর্তমান সভাপতি আতাউর রহমান,সাবেক উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দাল মিয়া, ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আনোয়ারুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আবুল লেইছ,যুক্তরাজ্য স্বেচ্চাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধরণ সম্পাদক অরুনোদয় পাল ঝলক উপজেলা যুবলীগের সভাপতি আনা মিয়া, ওসমানীনগর উপজেলা স্বেচ্চাসেবক লীগের আহবায়ক চঞ্চল পাল, ওসমানীনগর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জুবেল আহমদ সেকেল প্রমুখ।