বিশ্বনাথে ‘বাউল শাহ্ খোয়াজ মিয়া লোক উৎসবের’ উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ০৭ ফেব্রুয়ারি ২০১৮ ইং, ৯:০৭ অপরাহ্ণ | সংবাদটি ১২৫২ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: সিলেটের বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিতাভ পরাগ তালুকদার বলেন, বাউলরা মানুষের প্রাণের কথাগুলো গানের মাধ্যমে ফুঁটিয়ে তুলেন। সমাজের বাস্তব প্রতিচ্ছবিগুলো সহযেই সাধারণ মানুষের সামনে চলে আসে। বাউল শাহ্ খোয়াজ মিয়া বিশ্বনাথের অমূল্য এক সম্পদ। আর আমাদের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে অমূল্য ওই সম্পদের সঠিক যতœ করতে হবে। লোক উৎসব আয়োজনের ধারাবাহিকতা অব্যাহত রাখতে সমাজের বিত্তবান ও প্রবাসীদেরকে এগিয়ে আসতে হবে। এজন্য প্রশাসনের পক্ষ থেকেও সার্বিক সহযোগীতা প্রদান করা হবে।
তিনি বুধবার বিকেলে বিশ্বনাথে উপজেলার দৌলতপুর গ্রামে ‘বাউল শাহ্ খোয়াজ মিয়া লোক উৎসবের’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন। উৎসবে নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে বাউল শাহ্ খোয়াজ মিয়া বলেন, ৭৬ বছর বয়সে এসে আজ (বৃহস্পতিবার) মনে হচ্ছে নতুন করে জন্মগ্রহণ করলাম। যারা ওই লোক উৎসবের আয়োজন করে আমাকে আনন্দ উপভোগ করার সুযোগ করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।
প্রধান অলোচকের বক্তব্য রাখেন ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (ইমজা)’র সভাপতি আল-আজাদ। উৎসবের শুরুতে কোরআন তেলাওয়াত করেন লোক উৎসব আয়োজক কমিটির সদস্য সুহেল তালুকদার ও গীতা পাঠ করেন সহ প্রচার সম্পাদক ক্লিনটন দেব রিগ্যান। অনুষ্ঠানে ‘বাউল শাহ্ মোঃ খোয়াজ মিয়া’ নামক একটি স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন করেন অতিথিবৃন্দ।
বাউল শাহ্ খোয়াজ মিয়া লোক উৎসব আয়োজক কমিটির সভাপতি আনোয়ার মিয়া র্যাফারীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ডাঃ বিভাংশু গুন বিভু ও রাসেল আহমদের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোহাম্মদ শামসুদ্দোহা পিপিএম, দৌলতপুর ইউপি চেয়ারম্যান আমির আলী, বিশ্বনাথ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি রহমত আলী, সাবেক ইউপি মেম্বার আজম আলী, সংগঠক আবুল বশর চৌধুরী, হাজী আরিফ উল্লাহ সিতাব, মিজানুর রহমান মিজান, শফিক আহমদ পিয়ার, বিশ্বনাথ প্রেসক্লাবের সহ সভাপতি তজম্মুল আলী, সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, সাংবাদিক আশিক আলী, নবীন সুহেল, বাঁচাও বাসিয়া ঐক্য পরিষদের আহবায়ক ফজল খান।
বক্তব্য রাখেন আয়োজক কমিটির সাংগঠনিক সম্পাদক জাহেদ তালুকদার, অর্থ সম্পাদক ডাঃ নিরঞ্জন মনি বিশ্বাস, সদস্য ছালিক মিয়া। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক মুজিবুর রহমান মাস্টার, বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য অসিত রঞ্জন দেব, সাংবাদিক রোহেল উদ্দিন, আবদুল হাদী, লতিফুর রহমান উজ্জ্বল, বিশ্বনাথ বিডি২৪ডটকমের ব্যবস্থাপনা সম্পাদক সুরমান আলী সুমন, লোক উৎসব আয়োজক কমিটির সহ সভাপতি হুশিয়ার আলী ভান্ডারী, হোসেন আহমদ, প্রচার সম্পাদক নিজাম উদ্দিন, সাংস্কৃতিক সম্পাদক রওনক আহমদ, সহ সাংস্কৃতিক সম্পাদক সুমন নুর, সদস্য এওর আলী, নিজামুল হক, কয়েছ মিয়া, শিপন আলী, কবির আহমদ, জাকির ডন, ইকবাল হোসেন সুমন, নুরুল ইসলাম, জুয়েল খান, শাহজাহান সিরাজ, লোকমান নুর প্রমুখ’সহ বিভিন্ন শ্রেণী-পেশার নেতৃবৃন্দ।