বিশ্বনাথ উপজেলা চেয়ারম্যান এস এম নুনু মিয়ার ঈদ শুভেচ্ছা
প্রকাশিত হয়েছে : ১০:১৯:০৭,অপরাহ্ন ১১ আগস্ট ২০১৯ | সংবাদটি ১১১ বার পঠিত
ডেইলি বিশ্বনাথ:: বিশ্বনাথ উপজেলাবাসীর প্রতি পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেষ্ঠা এস এম নুনু মিয়া। এক বার্তায় ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়ে বলেন, পবিত্র ঈদুল আযহা হচ্ছে মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব। এই ঈদে ত্যাগের বিনিময়ে একজন মুসলমান পরিপূর্ণ মুত্তাকি হিসেবে গড়ে উঠেন। তাই ত্যাগ এবং বিনিময়ের এর আলোকে নিজেকে পরিচালিত করার দীপ্ত শপথ নিতে হবে। ঈদুল আযহা মানুষে মানুষে ভেদাভেদ ও অনৈক্য ভুলে গিয়ে পরস্পরকে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও সৌহাদ্যের্র বন্ধনে আবদ্ধ করে সামাজিক বন্ধনকে সুদৃঢ় করে। ঈদ আমাদের ব্যক্তিগত, সামাজিক ও জাতীয়ভাবে ঐক্যের বন্ধন শক্তিশালী করে। তাই জীবনের প্রতিটি দিনই হোক ঈদের মতো আনন্দময় এই কামনায় সবাইকে ঈদ মোবারক।