বিশ্বনাথে নাট্যকর্মি মেরী’র বিদেশ গমণ উপলক্ষে থিয়েটারের অন্তরঙ্গ আড্ডা
প্রকাশিত হয়েছে : ২৩ নভেম্বর ২০১৯ ইং, ৭:৪৮ অপরাহ্ণ | সংবাদটি ৭৮০ বার পঠিত
ডেইলি বিশ্বনাথ ডেস্ক:: বিশ্বনাথের নাট্য সংগঠন বিশ্বনাথ থিয়েটারের সহ-সাধারণ সম্পাদক ও নাট্যকর্মি ফাহমিদা ফাউজিয়া মেরী’র গমন উপলক্ষে এক থিয়েটার আড্ডা অনুষ্ঠিত হয়েছে। (২৩ নভেম্বর) শনিবার বিকেলে এ অন্তরঙ্গ আড্ডা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে তার হাতে থিয়েটারের পক্ষ থেকে একটি সম্মাননা স্মারক তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ।
আড্ডায় বক্তারা বলেছেন-সংস্কৃতির চর্চার মাধ্যমে মানুষ উন্নত জীবন গঠনে প্রয়াস পায়। বিশ্বনাথ থিয়েটারের জন্মলগ্ন থেকে মেরী সামগ্রিক কর্মকান্ডে একজন নিবেদিত কর্মী হিসাবে তার দক্ষতার স্বাক্ষর রাখতে সক্ষম হয়। থিয়েটারের প্রতিটি অনুষ্ঠানে তার সাচ্ছন্দ্য ও সাবলীল অভিপ্রয়াস ছিল, তা প্রবাস জীবনেও অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করেন তারা। এসময় গান, কবিতায় প্রাণবন্ত হয়ে উঠে আড্ডা। অনুভূতি প্রকাশ করেন থিয়েটারের সহ-সাধারণ সম্পাদক ফাহমিদা ফাউজিয়া মেরী।
থিয়েটারের সভাপতি আনহার আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নবীন সোহেলের পরিচালনায় সম্মানিত অতিথির বক্তব্য রাখেন, থিয়েটারের উপদেষ্টা ও সাম্যবাদী কবি সাইদুর রহমান সাঈদ, থিয়েটারের উপদেষ্টা ও সংগঠক কবির আহমদ, শিক্ষক ও কবি আব্দুল হান্নান ইউজেটিক্স, থিয়েটারের প্রতিষ্ঠাতা সভাপতি কামাল মুন্না, বিশ্বনাথ ডেফোডিল এসোসিয়েশনের সভাপতি এমদাদ হোসেন নাঈম।
এসময় উপস্থিত ছিলেন, থিয়েটারের সহ-সাধারণ সম্পাদক আরফাতুল ইসলাম মুহিন, সাংগঠনিক সম্পাদক শাহ ফয়ছল আহমদ, নাট্যকর্মী পিউল দেব সৈকত, জুয়েল আহমদ, মাজহারুল ইসলাম, ফয়জুল ইসলাম, শফিক রুহিন, আব্দুল হাকিম, জাকির হোসাইন, অপু আহমদ, মিলন আহমদ প্রমুখ ।
উল্লেখ্য, ফাহমিদা ফাউজিয়া মেরী স্থায়ীভাবে বসবাসের জন্য আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহে ফিনল্যান্ডের উদ্দেশ্যে রওয়ানা দেবে।