একুশে বই মেলায় হিরনের ‘মায়াবী অন্ধকার’র মোড়ক উন্মোচন
প্রকাশিত হয়েছে : ১৯ ফেব্রুয়ারি ২০২০ ইং, ৬:৫৫ অপরাহ্ণ | সংবাদটি ৫৪৪ বার পঠিত
ডেইলি বিশ্বনাথ ডেস্ক:: অমর একুশে গ্রন্থ মেলায় বাংলা একাডেমিতে মঙ্গলবার বিকেলে ‘মায়াবী অন্ধকার’ গ্রন্থের মোড়ক উম্মেচন করা হয়েছে। প্রধান অতিথি বইয়ের মোড়ক উম্মেচন করেন মন্ত্রী পরিষদের সাবেক অতিরিক্ত সচিব ও কান্ট্রি কোঅরডিনেটর সিআরবি এস মঈন উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিপ্লেক্সলজিস্ট তোফায়েল আহমদ। বইমেলায় তরুন লেখক আলী আহমেদ হিরণের প্রথম কাব্য গ্রন্থ ‘ময়াবী অন্ধকার’র মোড়ক উন্মোচিত হয়েছে। বইটি প্রকাশ করেছে বাসিয়া প্রকাশনী।
প্রসঙ্গত- বইয়ের লেখক সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের কালিটেকার বাসিন্দা। তিনি সিলেটের অনলাইন গনমাধ্যম ‘জাগো সিলেট ডট নিউজ’ এর বিশ্বনাথ সংবাদদাতা হিসেবে কাজ করছেন। পাশাপাশি দৈনিক জনতা, দৈনিক জৈন্তাবার্তা, বিশ্বনাথবিডি২৪ডটকমের কর্মরত রয়েছেন। আহমদ আলী হিরন জানান, তাঁর লেখা বইটিতে স্থান পেয়েছে দেশ প্রেম ও মা মাটি আর মানুষের কথা। বইটির মূল্য ১৫০টাকা।