বিশ্বনাথে টি-১০ ক্রিকেট টুর্নামেন্টে শাহজিরগাঁও সারং বাড়ি চ্যাম্পিয়ন
প্রকাশিত হয়েছে : ১৪ মার্চ ২০২০ ইং, ৯:৫৮ অপরাহ্ণ | সংবাদটি ৭৩৫ বার পঠিত
ডেইলি বিশ্বনাথ ডেস্ক:: সিলেটের বিশ্বনাথে উপজেলার সদর ইউনিয়নের শাহজিরগাঁও যুব সংঘ আয়োজিত ও যুক্তরাজ্য প্রবাসী শেখ নেছার আহমদের সার্বিক সহযোগিতায় ১ম টি-১০ ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন হয়েছে। শনিবার বিকেলে অনুষ্ঠিত ফাইনাল খেলায় শাহজিরগাঁও সমাজ কল্যাণ সংস্থাকে ৫ ইউকেটে হারিয়ে শাহজিরগাঁও সারং বাড়ি চ্যাম্পিয়ন হয়েছে।
ফাইনাল খেলা শেষে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামীম মুসা।
যুবলীগ নেতা আব্দুল হকের সভাপতিত্বে ও ধারাভাষ্যকার একে এম তুহেমের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন বিশ্বনাথ সদর ইউপির প্যানেল চেয়ারম্যান-১ রফিক হাসান, সেচ্ছাসেবকলীগ নেতা রফিক আলী, বিশ্বনাথ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী শিপন। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, সমাজসেবক মিছবাহ উদ্দিন, ব্যবসায়ী বাবুল মিয়া, যুক্তরাজ্য প্রবাসী কবির আহমদ, যুবলীগ নেতা রফিক মিয়া, ব্যবসায়ী আখতার আহমদ, জনি মিয়া প্রমুখ।
এসময় শাহজিরগাঁও যুব সংঘের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।