বিশ্বনাথে দিবারাত্রি ফুটসাল ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ১৯ মার্চ ২০২০ ইং, ১০:৪৭ পূর্বাহ্ণ | সংবাদটি ৭২৫ বার পঠিত
ডেইলি বিশ্বনাথ ডেস্ক :: বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের চাঁনপুর গ্রামের পশ্চিমের মাঠে এশিয়ান রোজ ফুটবল ক্লাব আয়োজিত গতকাল বুধবার সন্ধ্যা ৭টার ১ম দিবারাত্রি ফুটসাল ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন হয়েছে। চানপুর গ্রামের বিশিষ্ট মুরুব্বি আব্দুল আলীর সভাপতিত্বে ও তরুন ধারাভাষ্যকার জুয়েল আহমদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান আমির আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য আব্দুল মজিদ, আনোয়ার হোসেন ধন মিয়া,মহিলা ইউপি সদস্য শাহানারা বেগম।
এ সময় উপস্থিত ছিলেন সমাজ সেবক ও সাবেক মেম্বার ছিদ্দেক আলী, মনুফর আলী, আকরম আলী, মখরম আলী, ফজর উদ্দিন, মুজিব মিয়া, মানিক মিয়া দরাছ, শামিম আহমদ, রফিক আলী, সুমন মিয়া, এশিয়ান রোজ ফুটবল টুর্নামেন্টর সদস্য তোফায়েল আহমদ তুহিন, মামুন, রাসেল, আকিক, শফিক, ময়না, ইমরান প্রমুখ। ফাইনাল খেলায় বন্ধুমহল ফুটবল ক্লাবকে ২-0 গোলে হারিয়ে তুহিন ব্রাদার্স চাঁনপুর চ্যাম্পিয়ন হয়।