বিশ্বনাথে প্রধানমন্ত্রীর উপহার পেল এক ইউনিয়নের ৪৬১ প্রতিবন্ধি
প্রকাশিত হয়েছে : ৩০ জুলাই ২০২০ ইং, ৪:৫২ অপরাহ্ণ | সংবাদটি ১৯৪ বার পঠিত
ডেইলি বিশ্বনাথ ডেস্ক :: সামগ্রিক হারের তুলনায় দ্বিগুণেরও বেশি প্রতিবন্ধি রয়েছেন সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নে। এর মধ্যে সিংহভাগই আমতৈল গ্রামের। এ নিয়ে জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকায় অনেক সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। মানবিক এ বিষয়টি বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা তাঁর বড় বোন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টিতে আনেন। তিনি তাৎক্ষণিক বিষয়টি আমলে নিয়ে শুধুমাত্র রামপাশা ইউনিয়নের ৪৬১ জন প্রতিবন্ধিকে প্রত্যেককে নগদ ২ হাজার ৫শ টাকা, তাদের পরিবারকে ১টি লুঙ্গি ও ১টি শাড়ি, ১০ কেজি চাল, ১ কেজি মশুর ডাল, ১ কেজি লবণ, ১ কেজি চিড়া, ১ কেজি চিনি, ১ লিটার সয়াবিন তেল ও ৫০০ গ্রাম নুডুলস করে ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ৪৬১জন প্রতিবন্ধির মাঝে বরাদ্দের জন্য ১৬ লাখ ১৩ হাজার ৫০০ টাকা প্রদান করেন। আমতৈল গ্রামের প্রতিবন্ধি শিশুদের সুস্থতা ও আগামী সুস্থ প্রজন্ম নিশ্চিতের লক্ষে বেশ কিছু নির্দেশনাও দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার উপহার পেলেন সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের ৪৬১জন প্রতিবন্ধি। আজ বৃহষ্পতিবার রামপাশা ইউনিয়ন পরিষদ মাঠে সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে প্রতিবন্ধিদের মাঝে এ উপহার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সিলেট বিভাগীয় কমিশনার মশিউর রহমান এনডিসি এ উপহার বিতরণ করেন।
বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবতার মা বলেই রামপাশা ইউনিয়নের প্রতিবন্ধি জনগোষ্টির জন্য নিজেই উপহার পাঠালেন। এ এলাকায় যাতে আর কোন প্রতিবন্ধি শিশু জন্ম না নেয় সেজন্য স্বাস্থ্যসেবার উপর জোর দিতে হবে। প্রতিবন্ধী শিশুদের সুস্থতা ও আগামী সুস্থ প্রজন্ম নিশ্চিতের লক্ষ্যে প্রধানমন্ত্রীর বেশ কিছু নির্দেশনাও বাস্তবায়ন দ্রুত সম্পন্ন হবে বলে জানান তিনি।
জেলা প্রশাসক এম. কাজী এমদাদুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি পংকি খান, উপজেলা চেয়ারম্যান এসএম নুনু মিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. কামরুজ্জামান।
রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীরের পরিচালনায় অনুষ্ঠানে স্থানীয় সরকারের উপ-পরিচালক মীর মাহবুবুর রহমান, এনডিসি এরশাদ মিয়া, জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মিজবাহুল হক, হাসিবুর রহমান, শামীম আরা অর্ণব,বিশ্বনাথ থানার ওসি শামীম মুসা, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ, যুগ্ম সম্পাদক আমির আলী চেয়ারম্যান, সাংগঠনিক সম্পাদক আবদুল আজিজ সুমন, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আবদুল মতিন, প্রচার সম্পাদক নিখিল পাল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান লিলু, শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শামীম আহমদ, রামপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন, যুবলীগ নেতা মোহন মিয়া, মুহিবুর রহমান সুইট, রাজু আহমদ খান, জমির আলী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক আতিকুর রহমান আতিক, স্বেচ্ছাসেবক লীগ নেতা মাহফুজুর রহমান দুলু, সাঈদ মিয়া, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি পার্থ সারথি দাশ পাপ্পু, সাংগঠনিক সম্পাদক কামরান হোসেন, মাসুদ আহমদ, ছাত্রলীগ নেতা আরব শাহ, দুদু মিয়া, হিমেল আহমদ, মুজিবুর রহমান খান, জেলা ধ্রুবতারার সভাপতি আবদুল বাতিন প্রমুখসহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।