হাফিজ আরব খানের ঈদ শুভেচ্ছা
প্রকাশিত হয়েছে : ৩১ জুলাই ২০২০ ইং, ৫:২৭ অপরাহ্ণ | সংবাদটি ৪১৯ বার পঠিত
ডেইলি বিশ্বনাথ ডেস্ক :: বিশ্বনাথ উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, বিগত উপজেলার দৌলতপুর ইউনিয়ন পরিষদের বিএনপি মনোনিত পরাজিত চেয়ারম্যান প্রার্থী ও আগামী ইউপি নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী, তরুণ সমাজসেবক হাফিজ আরব খান পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মুসলিম উম্মাহর সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।
ঈদ শুভেচ্ছা বার্তায় সকলের সুখ ও সমৃদ্ধি কামনা করে তিনি বলেন, কুরবানীর মাধ্যমে ব্যক্তিগত তাকওয়া, সমাজের ঐক্য সম্প্রীতি, পারস্পরিক কল্যাণ, ভ্রাতৃত্ববোধ ও একত্নতার এক মহিমান্বিত ও প্রাণবন্ত চিত্র ফুটে উঠে। এর মাধ্যমে আনন্দের পাশাপাশি ছোট, বড়, ধনী, গরিব, বর্ন গোত্রের ভোদাভেদ ভুলে সকলে মিলে এক মানবিক উদার সংস্কৃতির মহত্তম গুনটি প্রকাশ পায়।
তিনি বলেন, করোনা ভাইরাস সারাবিশ্বের মানুষের আনন্দ স্তব্ধ করে রেখেছে। চারদিকে শুধু লাশের মিছিল, বাড়ছে করোনা আক্রান্তের সংক্রমণ। এই মুহুর্তে পবিত্র ঈদুল আযহা এসেছে। হাজীরা সীমিত আকারে হজ্ব পালন করছেন। আমি মহান আল্লাহ পাকের কাছে এই প্রার্থনা করি-করোনা নিপাত যাক, মানবতা বেঁচে থাক। ঈদ বয়ে আনুক অনাবিল শান্তি আর চলে যাক মহামারি।