বিশ্বনাথে মাওলানা আকবর আলীর মৃত্যু বার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল
প্রকাশিত হয়েছে : ০৮ আগস্ট ২০২০ ইং, ৬:৪১ অপরাহ্ণ | সংবাদটি ৩৫৩ বার পঠিত
ডেইলি বিশ্বনাথ ডেস্ক :: বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের দশপাইকা আলিম মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল মাওলানা আকবর আলী (রহঃ) ১৩তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়ামাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাদ্রাসার ২০০১/২০০২ ব্যাচের ছাত্রদের উদ্যোগে আজ শনিবার দুপুর ২টায় দশপাইকাা বাজার জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুখলিছুর রহমান, অবসর প্রাপ্ত সিনিয়র সহকারী শিক্ষক মাওলানা আব্দুল খালিক, সহকারী শিক্ষক জামিল আহমদ, মাস্টার মোহাম্মদ আলী, হাফিজ জমির আহমদ, প্রাক্তন ছাত্র গ্রীস প্রবাসী ইলিয়াস আহমদ, ডাঃ কামাল খাঁন, আব্দুল হেকিম আব্দুল মান্নান, সাংবাদিক আহমদ আলী হিরন। দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল খালিক। এরআগে মরহুম মাওলানা আকবর আলী (রহঃ) কবর জিয়ারত করা হয়।