বিশ্বনাথের দশঘর ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান-সদস্যরা শপথ নিলেন
প্রকাশিত হয়েছে : ২৪ নভেম্বর ২০২০ ইং, ৬:১১ অপরাহ্ণ | সংবাদটি ২৪৬ বার পঠিত
ডেইলি বিশ্বনাথ ডেস্ক :: সিলেটের বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত ওয়ার্ড সদস্যরা শপথ নিয়েছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে উপজেলা বিআরডিবি হলরুমে উপজেলা প্রশাসন আয়োজিত শপথ অনুষ্ঠানে সাধারণ ওয়ার্ড ও সংরক্ষিত ওয়ার্ড সদস্যরা শপথ নেন। তাদেরকে শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বর্ণালী পাল। এর আগে গতকাল সোমবার সকালে সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক এম. কাজী এমদাদুল ইসলাম শপথ বাক্য পাঠ করান দশঘর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এমাদ উদ্দিন খানকে।
বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তার সিইও ছাদেক আহমদের পরিচালনায় উপজেলা বিআরডিবি হলরুমে অনুষ্ঠিত শপথ অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. কামরুজ্জামান, থানার অফিসার ইন চার্জ (ওসি) শামীম মুসা, উপজেলা নির্বাচন কর্মকর্তা গোলাম সারোয়ার, দশঘর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়ন (বিইউজে) সভাপতি সাইফুল ইসলাম বেগ। সাধারণ ওয়ার্ড ও সংরক্ষিত ওয়ার্ড সদস্যের পক্ষে বক্তব্য রাখেন জালাল উদ্দিন ও পাবেল সামাদ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা নান্টু চন্দ্র দে, বিশ্বনাথ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান, প্রেস ক্লাব সদস্য নুর উদ্দিন, রুহেল উদ্দিন, আক্তার আহমদ শাহেদ প্রমুখ।