বিশ্বনাথে অসুস্থ শিক্ষককে ৫ লাখ টাকার অনুদান দিল প্রাক্তন শিক্ষার্থীরা
প্রকাশিত হয়েছে : ২৯ নভেম্বর ২০২০ ইং, ৩:০৬ অপরাহ্ণ | সংবাদটি ৩৩৯ বার পঠিত
ডেইলি বিশ্বনাথ ডেস্ক :: সিলেটের বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়নের জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের অসুস্থ সিনিয়র শিক্ষক আসাদুজ্জামানের পাশে দাড়ালো বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা। দেশ-বিদেশে অবস্থানরত প্রাক্তন ছাত্র-ছাত্রীদের উদ্যোগে ৫ লাখ ৩০ হাজার ৬শত ৩০ টাকা অসুস্থ শিক্ষককের হাতে প্রদান করা হয়। গতকাল শনিবার বিকেলে বিদ্যালয় মাঠে অসুস্থ শিক্ষক আসাদুজ্জামানের সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের সহকারি শিক্ষক ও বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ফখরুল ইসলামের সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র আব্দুর রহমান খালেদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন বিদ্যালয় পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মুমিন। প্রধান বক্তার বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বুরহান উদ্দিন।
বিশেষ অতিথির বক্তব্য দেন বিদ্যালয়ের সহকারি শিক্ষক নিশি পাল, সৎপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়াউল হক, শিক্ষক আব্দুল লতিফ, মখবুল হোসেন, আছকির আলী, কামরুজ্জামান, মিজানুর রহমান, আতিকুর রহমান।
বক্তব্য দেন খাইরুল ইসলাম, মজিদ, সত্য, মিজান, রাখু, অরুপ। শুভেচ্ছা বক্তব্য দেন সাংবাদিক ফজল খান। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন নুরুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন সুমন বৈদ্য, অশোক বৈদ্য, ফরিদ আহমদ, তাজুল ইসলাম, মারুফ আহমদ, শহিদুজ্জামান, কাশেম, শিপন মিয়া, দিপন দাস, সুবল, আফিজ উদ্দিন, ফখরুল ইসলাম মুহিন।
মিলাদ ও দোয়া পরিচালনা করেন কালিগঞ্জ বাজার মসজিদের ইমাম মাওলানা ওবায়দুর রহমান।