বিশ্বনাথে সড়ক সংস্কার কাজের উদ্বোধন করলেন এমপি মোকাব্বির
প্রকাশিত হয়েছে : ২৪ নভেম্বর ২০২০ ইং, ৬:০২ অপরাহ্ণ | সংবাদটি ২০০ বার পঠিত
ডেইলি বিশ্বনাথ ডেস্ক :: সিলেটের বিশ^নাথ উপজেলার দশঘর ইউনিয়নের পীরের বাজার-ধরারাই মান্দারুকা সড়ক সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিলেট-২ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মোকাব্বির খান। ১ কোটি ৯ লক্ষ টাকা ব্যয়ে ওই সড়কটি সংস্কার করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম খান আজাদ, আওয়ামী লীগ নেতা সামছু মিয়া লয়লুছ, উপজেলা উপ-সহকারী প্রকৌশলী প্রদীপ চন্দ্র দেবনাথ, সংগঠক শহীদ আহমদ প্রমুখ। বিকেলে সংসদ সদস্য মোকাব্বির খান উপজেলার দেওকলস ইউনিয়নের কালিগঞ্জ বাজার-মৌজপুর গ্রামীণ সড়ক পরিদর্শন করেন।