বিশ্বনাথ প্রেসক্লাবের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করলেন এমপি মোকাব্বির খান
প্রকাশিত হয়েছে : ১৯ নভেম্বর ২০২০ ইং, ২:৪৮ অপরাহ্ণ | সংবাদটি ২৪৩ বার পঠিত
ডেইলি বিশ্বনাথ ডেস্ক :: সিলেট ২ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রনালয় স্থায়ী কমিটির সদস্য মোকাব্বির খান বলেছেন, এমপি হিসেবে নয়, জনগণের একজন সেবক হিসেবে কাজ করতে চাই। সৎ, নিষ্ঠাবান হিসেবে কাজ করে সংসদীয় আসনকে এগিয়ে নিতে আমার চেষ্ঠা অব্যাহত আছে, থাকবে। এতে সবার সহযোগিতা প্রয়োজন। তিনি বলেন, আমার বিরুদ্ধে কোন অনিয়ম থাকলে সেটাও পত্রিকার পাতায় সাংবাদিকেরা তুলে ধরবেন, এতে আমি সংশোধন হতে পারব।
তিনি বৃহস্পতিবার বিশ্বনাথ প্রেসক্লাব কার্যালয়ে প্রেসক্লাবের ৩য় অভ্যন্তরিণ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
প্রেসক্লাব সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু’র পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ শামীম মুসা, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক।
বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রেস ক্লাবের সহ সভাপতি তজম্মুল আলী রাজু। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন প্রেসক্লাবের সদস্য জামাল মিয়া।
এসময় উপস্থিত ছিলেন সমাজকর্মী শহিদ আহমদ, বিশ্বনাথ থানার এসআই ফজলুল হক সঞ্জয় দাশ, প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী শিপন, সদস্য অসিত রঞ্জন দেব, নুর উদ্দিন, আবুল কাশেম, সংগঠক আফজল মিয়া প্রমুখ। আলোচনা সভা শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার ও প্রাইজমানি তুলে দেন অতিথিবৃন্দ।