বিশ্বনাথ সদর ইউনিয়ন বিএনপির কমিটি গঠনের লক্ষে সভা
প্রকাশিত হয়েছে : ২৫ নভেম্বর ২০২০ ইং, ৯:২৭ অপরাহ্ণ | সংবাদটি ৩৪৫ বার পঠিত
ডেইলি বিশ্বনাথ ডেস্ক :: বিশ্বনাথ উপজেলার বিশ্বনাথ সদর ইউনিয়ন বিএনপির কমিটি গঠনের লক্ষে সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (২৪) নভেম্বর ইউনিয়ন বিএনপির আহবায়ক জামাল আহমদের বাড়িতে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক জালাল উদ্দিন।
বিশ্বনাথ সদর ইউনিয়ন বিএনপির আহবায়ক জামাল আহমদের সভাপতিত্বে ও বিএনপির নেতা আবুল কালাম রুনুর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহবায়ক কমিটি সদস্য লিলু মিয়া।
এসময় উপস্থিত ইউপির ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি মানিক মিয়া, সাধারণ সম্পাদক ফারুক মিয়া, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী নোয়াব আলী, সাধারণ সম্পাদক আব্দুল মুত্তালিব, ৫নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সত্তার কর্নেল, বিএনপি নেতা আজিজুর রহমান বকুল, মামুন আহমদ কফি, নজরুল ইসলাম, আবুল কালাম, জুয়েল আহমদ, হাজী রাশিদ আলী, দুদু মিয়া, উপজেলা যুবদল নেতা তানবীর হোসেন, রুমেল আলী, বিশ্বনাথ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক কয়েছ আহমেদ, বিশ্বনাথ ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সিনিয়র সহ সভাপতি আবু সাইদ, সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক তানিমুল ইসলাম, বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের আহবায়ক হোসাইন আহমদ প্রবেল। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন বিশ্বনাথ উপজেলা যুবদল নেতা নাজিম উদ্দিন রাহিন।