বিশ্বনাথে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২
প্রকাশিত হয়েছে : ১৩ জানুয়ারি ২০২১ ইং, ৪:৩৪ অপরাহ্ণ | সংবাদটি ১৪৪৫ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: সিলেটের বিশ্বনাথে যাত্রীবাহী বাস-অটোরিকশা (সিএনজি) মুখোমুখি সংঘর্ষে ছাইদুর রহমান (২৫) নামের যুবক নিহত হয়েছেন। তিনি উপজেলার দৌলতপুর ইউনিয়নের দশপাইকা গ্রামের আবদুস সোবহানের ছেলে। বুধবার দুপুরে বিশ্বনাথ-রামপাশা সড়কের নরশিংপুর নামক স্থানে এ সড়ক দূর্ঘটনা ঘটে। এঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। গুরুত্বর আহতদের মধ্যে রয়েছে অটোরিকশা (সিএনজি) গাড়ি চালক ও এক যাত্রী। আহতরা হলেন-উপজেলার দশপাইকা গ্রামের ছমক আলীর ছেলে কবির হোসেন (২৬) ও অটোরিকশা চালক উপজেলার মীরগাঁও গ্রামের ময়না মিয়ার ছেলে আব্দুল মতিন (২৭)। গুরুত্বর আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে (সিলেট-জ ০৪-০০৭৯) যাত্রীবাহী বাস ও নাম্বার বিহীন অটোরিকশা (সিএনজি) গাড়ি আটক করে। তবে, বাসে থাকা কোন যাত্রী আহত হয়েছেন বলে জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানান, সিলেট থেকে ছেড়ে আসা (সিলেট-জ ০৪-০০৭৯) যাত্রীবাহী বাস বিশ^নাথ বৈরাগীগামী ও উপজেলার দশপাইকা থেকে ছেড়ে আসা একটি সিএসজি বিশ^নাথের দিকে আসছিল। বিশ্বনাথ-রামপাশা সড়কের নরশিংপুর নামক স্থানে আসা মাত্র দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে প্রাণ হারান ছাইদুর রহমান এবং সিএনজির ড্রাইভার ও এক যাত্রী গুরুত্বর আহত হন। মূমূর্ষ অবস্থায় দু’জনকে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
সড়ক দুর্ঘটনায় একজন নিহত হওয়ার সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিম মুসা বলেন, গাড়ি দুটি গাড়ি আটক করা হয়েছে।