বিশ্বনাথে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ
প্রকাশিত হয়েছে : ০১ জানুয়ারি ২০২১ ইং, ৪:১৬ অপরাহ্ণ | সংবাদটি ২০৬ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: নব-বর্ষ’র উপলক্ষে সিলেটের বিশ্বনাথে নব-জাগরণ ক্রীড়া ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার দুপুরে সংগঠনের উপজেলার ইলিমপুরস্থ সংগঠনের কার্যালয়ে এলাকার অর্ধশতাধিক শিক্ষার্থীদের হাতে কলম-খাতা তুলে দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, পৌরসভার ৩ নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী আব্দুল আহাদ শিকদার লিটন, সংগঠনের সভাপতি জুয়েল শিকদার, সহ-সভাপতি মাসুকুর রহমান শিকদার, সাধারণ সম্পাদক আব্দুল মুকিত শিকদার, অর্থ সম্পাদক সাদ আর রহমান, ক্রীড়া সম্পাদক আব্দুল কাইয়ুম শিকদার, সহ-ক্রীড়া সম্পাদক মোহাম্মদ মাহি, সদস্য পারভেজ আহমদ, বদরুল ইসলাম, আবু সুফিয়ান, আবু বক্কর শিকদার, শিহাব শিকদার, সোনা মিয়া প্রমুখ।