বিশ্বনাথে ৪ জুয়াড়ি গ্রেপ্তার
প্রকাশিত হয়েছে : ২৩ জানুয়ারি ২০২১ ইং, ৭:৫৫ অপরাহ্ণ | সংবাদটি ৮৩৫ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: সিলেটের বিশ্বনাথ থানা পুলিশ জুয়া খেলার উপকরণসহ ৪ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে। শুক্রবার রাত সাড়ে ১২টায় উপজেলার রামপাশা ইউনিয়নের ফাটাবিল হাওরে (ওয়াব আলীর বাড়ির দক্ষিণে) অভিযান চালিয়ে এ জুয়াড়িদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন-উপজেলার মনোহরপুর গ্রামের মৃত ছবর আলীর ছেলে গবীর উল্লাাহ (৬৫), উপজেলার নতুনবাজারের আরশ আলীর ছেলে শাহজাহান আহমদ (৫০), পালেরচক গ্রামের রাশিদ আলীর ছেলে রহিম আলী (৫৫) ও বিলপাড় গ্রামের মৃত ইস্কান্দার আলীর ছেলে আশক আলী (৫০)। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার উপকরণ, নগদ ৩ হাজার ৫৯০ টাকা ও তিনটি মোবাইল ফোন জব্দ করে পুলিশ।
৪ জুয়াড়ি গ্রেপ্তারের সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার এসআই দেবাশীষ শর্ম্মাা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে ৪ জনকে গ্রেপ্তার করা হয়। শনিবার দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।