আবারো পেছালো এসএসসি ও সমমানের পরীক্ষা
প্রকাশিত হয়েছে : ২৮ ফেব্রুয়ারি ২০১৫ ইং, ১০:১৫ পূর্বাহ্ণ | সংবাদটি ৮২৪ বার পঠিত
নিউজ ডেস্ক::বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের হরতালের কারণে আগামীকাল রোববার (১ মার্চ) এবং মঙ্গলবারের (৩ মার্চ) এসএসসি ও সমমানের পরীক্ষা পেছানো হয়েছে। তবে ১২ ফেব্রুয়ারির স্থগিত পরীক্ষা ১৩ মার্চ এবং ১০ ফেব্রুয়ারির পরীক্ষা ১৪ মার্চ হবে বলে শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ ঘোষণা দিয়েছেন।
রোববার থেকে বিএনপি জোটের ৭২ ঘণ্টার হরতাল ঘোষণার পর শনিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে পরীক্ষা পেছানোর কথা জানান মন্ত্রী। এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় সারাদেশের প্রায় ১৫ লাখ শিক্ষার্থী অংশ নিচ্ছে। ২ তারিখ এ পরীক্ষা শুরুর কথা থাকলেও বিএনপি জোটের লাগাতার অবরোধের সঙ্গে হরতালের কারণে প্রথম থেকেই বিঘ্নিত হচ্ছে এসএসসি পরীক্ষা। শিক্ষামন্ত্রী কয়েকবার হরতাল না দেয়ার অনুরোধ জানালেও তাতে সাড়া দেননি আন্দোলনে থাকা ২০ দলের নেতারা। শুক্র-শনিবার হরতাল না থাকলেও চলমান অবরোধের মধ্যেই অনুষ্ঠিত হচ্ছে পরীক্ষা। পরীক্ষা শুরুর পর থেকেই হরতালের কারণে শুধুমাত্র শুক্র ও শনিবার পরীক্ষা নিতে পেরেছে কর্তৃপক্ষ।