ইরানে হেলিকপ্টার দুর্ঘটনায় ৩জন নিহত
প্রকাশিত হয়েছে : ২৭ ফেব্রুয়ারি ২০১৫ ইং, ৬:০৩ পূর্বাহ্ণ | সংবাদটি ৯৫৭ বার পঠিত
আন্তর্জাতিক ডেস্ক::ইসলামি প্রজাতন্ত্র ইরানের রাজধানী তেহরানের উত্তরে হেলিকপ্টার দুর্ঘটনায় অন্তত তিনজন নিহত হয়েছে। ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির মালিকানাধীন এ হেলিকপ্টারটি তেহরানের উত্তরে দারবান্দ এলাকায় বিধ্বস্ত হয়। প্রাথমিকভাবে ইরানি গণমাধ্যম ইঙ্গিত দিয়েছিল যে, হেলিকপ্টারটি ইরানের বিমানবাহিনীর। পরে ইরান হেলিকপ্টার সাপোর্ট অ্যান্ড রিনিউয়্যাল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মাদ আলী আহমাদাবাদী ফার্স নিউজকে জানিয়েছেন, হেলিকপ্টারটি রেড ক্রিসেন্ট সোসাইটির মালিকানাধীন ছিল এবং দুর্যোগ ব্যবস্থাপনার একটি মহড়ায় অংশ নিচ্ছিল। তিনিও নিশ্চিত করেছেন যে, পার্বত্যাঞ্চলে বিধ্বস্ত হওয়ার আগে হেলিকপ্টারটি দুর্যোগ ব্যবস্থাপনার একটি মহড়ায় অংশ নিচ্ছিল।
শেমিরানাত জেলার গভর্নর এরইমধ্যে হেলিকপ্টারের তিন আরোহী নিহত হওয়ার কথা ঘোষণা করেছেন। ইরানি কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। দুর্ঘটনাস্থল থেকে তিনটি মৃতদেহই উদ্ধার করা হয়েছে।