এবার অ্যালাবামাতে বৈধ সমকামী বিয়ে
প্রকাশিত হয়েছে : ১১ ফেব্রুয়ারি ২০১৫ ইং, ৪:৪৩ পূর্বাহ্ণ | সংবাদটি ১২৫০ বার পঠিত
এবার যুক্তরাষ্ট্রের আরও একটি অঙ্গরাজ্যে সমলিঙ্গের বিয়ে বৈধতা পেলো। অ্যালাবামা অঙ্গরাজ্যে পুরুষ ও নারীরা সমলিঙ্গের জীবনসঙ্গী বেছে নিতে পারবেন। সমকামী বিয়ের বৈধতা পাওয়ার ক্ষেত্রে এর আগেই বৈধতা পাওয়া আরও ৩৬টি অঙ্গরাজ্যের সঙ্গে যুক্ত হলো অ্যালাবামাও। এ খবর দিয়েছে বার্তা সংস্থা আইএনএস। অ্যালাবামার অ্যাটর্নি জেনারেল লুথার স্ট্রেঞ্জ সমকামী বিয়ের বিপক্ষে অবস্থান নিয়েছিলেন। কিন্তু, আদালতে তার সেই আবেদনটি খারিজ হয়ে যায় এবং বৈধতা পায় সমকামী বিয়ে। সম্প্রতি ইউটিউবে দেয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, তিনি নিশ্চিত যে এ বছর সুপ্রিম কোর্ট দেশজুড়ে সমকামী বিয়েকে বৈধতা দেবে। যুক্তরাষ্ট্রের ইতিহাসে ওবামাই প্রথম প্রেসিডেন্ট, যিনি সমকামী বিয়ের প্রতি প্রকাশ্যে তার সমর্থন জানিয়েছেন।