এমার প্রেমে হাবুডুবু খাচ্ছেন প্রিন্স হ্যারি
প্রকাশিত হয়েছে : ২৭ ফেব্রুয়ারি ২০১৫ ইং, ৬:০১ পূর্বাহ্ণ | সংবাদটি ৮৭৩ বার পঠিত
আন্তর্জাতিক ডেস্ক::হলি-দুনিয়ায় জোর জল্পনা! এমা ওয়াটসনের প্রেমে পড়েছেন হ্যারি! ভুল বুঝবেন না ! ‘হ্যারি পটার’-এর হ্যারি নয়, এই হ্যারি ইংল্যান্ডের ছোট যুবরাজ। আপাতত রাজপরিবারে ছোট সন্তান হাবুডাবু খাচ্ছেন অভিনেত্রী এমার প্রেমে। বেশ কিছুদিন হল প্রায়ই একসঙ্গে দেখা যাচ্ছে এই যুগলকে। কখন লেট নাইট পার্টি, তো কখনও পাঁচতারা হোটেলে লাঞ্চ। সকাল থেকে রাত, সবর্দা নাকি একসঙ্গে সময় কাটাছেন এই জুটি। তবে লুকিয়ে চুরিয়ে নয়, সবটাই প্রকাশ্যে। আর তা নজরও এড়াচ্ছেনা আমজনতার।
আর আমজনতার নজর থেকেই ডানা মেলেছে জল্পনা। সেই জল্পনায় আরও উস্কে দিয়েছে, এমার সঙ্গে ম্যাট জেনির দীর্ঘদিনের সম্পর্কের ইতি। পুরনো প্রেমিকের সঙ্গে এই বিচ্ছেদটাই আরও পোক্ত করেছে গুঞ্জকে। কিন্তু শুধু ফিসফিসানিতেই আর আটকে নেই এই গুঞ্জন, সোশ্যাল মিডিয়াতেও তুলেছে তুমুল সমালোচনার ঝড়। এই আলোচনাকে কেন্দ্র করে দু’ভাগ সাইবার দুনিয়া। এক দল চাইছেন, এমার সঙ্গে প্রিন্স হ্যারির সম্পর্ক গুজব নয়, যেন এই প্রণয়ের সম্পর্ক বাস্তবে রূপ পায়। অন্যদিকে নিন্দুকের বলছেন, আভিজাত্যের জন্যই নাকি এমা আঁকড়ে ধরতে চাইছেন যুবরাজকে। তবে রটনায় গা ভাসাচ্ছেন না এই দু’ই সেলেব। নিজেদের মধ্যে মশগুল রয়েছেন তাঁরা। এমনকি অন্যদের মতো তাঁদের সম্পর্কে বন্ধুত্বের মোহরও লাগানি। তাই গল্প হলেও সত্যি হতে পারে এই প্রণয়কাহিনি।