ওসমানীতে একদিনে ৩২ রোগির মৃত্যুর ঘটনায় রিপোর্ট দিয়েছে তদন্ত কমিটি
প্রকাশিত হয়েছে : ২৬ ফেব্রুয়ারি ২০১৫ ইং, ৩:৪৮ অপরাহ্ণ | সংবাদটি ৯৪৮ বার পঠিত
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে একদিনে ১০ শিশু সহ ৩২ রোগির মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের গঠিত তদন্ত কমিটি তাদের রিপোর্ট জমা দিয়েছে। মঙ্গলবার হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. আব্দুস সবুর মিঞা তদন্ত রিপোর্ট জমা দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রিপোর্টে রুগীদের সাথে ডাক্তার, নার্স ও সংশ্লিষ্টদের অবহেলা, হরতাল-অবরোধে রুগীর সংখ্যা বৃদ্ধি, অব্যবস্থাপনা, রুগীদের স্থান সঙ্কুলান না হওয়া, জনবল সংকট সহ বেশ কিছু কারণকে এক সাথে ১০ শিশু সহ ৩২ জনের মৃত্যুকে দায়ি করা হয়েছে।
গত ৯ ফেব্রুয়ারি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২৪ ঘন্টায় ১০ শিশু সহ ৩২ জনের মৃত্যুর ঘটনায় দেশ ব্যাপী ব্যাপক তোলপাড় শুরু হয়।
এ ঘটনার পর হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা.আব্দুস সবুর মিঞা তাৎক্ষনিক এ মৃত্যুর কারণ জানতে গঠন করেন তদন্ত কমিটি। প্রথমে ৩ সদস্যের কমিটি হলেও পরে তা বৃদ্ধি করে ৬ সদস্য বিশিষ্ট কমিটি করা হয়। দীর্ঘ ১৩ দিন পর তদন্ত কমিটি তাদের রিপোর্ট জমা দেয়ার পর মন্ত্রণালয়ে এর অনুলিপি প্রেরণ করা হয়েছে বলেও জানান পরিচালক।
এদিকে, এ ঘটনার পর স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোশারফ হোসেন ভূইয়াকে প্রধান করে আরো একটি কমিটি গঠন করা হয়। ঐ কমিটি গত ১১ ফেব্রুয়ারি ওসমানী হাসপাতালের শিশু ওয়ার্ড সহ বেশ কয়েকটি ওয়ার্ড পরিদর্শন করেন। তবে ৭দিনে মধ্যে ঐ কমিটি তাদের প্রতিবেদন জমা দেয়ার কথা থাকলেও এখনো তা দাখিল করতে পারেনি বলে জানান ব্রিগেডিয়ার জেনারেল ডা. আব্দুস সবুর মিঞা।