ওসমানীনগরে শামছুল উলামা সমাজ কল্যাণ পরিষদের মাহফিল সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ২৮ ফেব্রুয়ারি ২০১৫ ইং, ৩:৩৪ অপরাহ্ণ | সংবাদটি ১৩৫২ বার পঠিত
ওসমানীনগর প্রতিনিধি::ওসমানীনগরে শামছুল উলামা সমাজ কল্যান পরিষদের উদ্যোগে উসমানপুর শাহী ইদগাহ সংলগ্ন মাঠে ৫ম বার্ষিক ইসলামী সুন্নী মহাসম্মেলন অনুষ্টিত হয়েছে। মাহফিলে প্রধান বক্তা ছিলেন,আল্লামা মুফতি হাফেজ নেছার উদ্দিন (ফেনী), আল্লামা নেছার আহমদ (চট্রগ্রাম), অধ্যক্ষ মাও: ছরওয়ারে জাহান।মাহফিলে সভাপতিত্ব করেন মাও. আব্দুল মুছাব্বির ও কাজী মাও. আং বাছিদ। পরিচালনা করেন হাফিজ আবুল কালাম ও ক্বারী সুমন আহমদ।মহাসম্মলনে বক্তারা বলেন অশান্ত বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠায় করতে হলে রাসুল (স:) এর আদর্শের বিকল্প নেই। গোটা পৃথিবী কে জাহেলিয়ার যোগ থেকে রক্ষা করেছিল মহানবী (স:) আদর্শ। তাই আজকের সম্স্ত পৃথিবীতে শান্তির প্রতিষ্ঠার জন্য সর্বক্ষেত্রে মানবীর আদর্শ বাস্থবায়ন করতে হবে।