ওয়েস্টন সুপারমেয়ারের দুটি চ্যারিটি সংস্থাকে অনুদান দিলেন পাপাডামের সত্বাধিকারী সাঈদ আহমদ
প্রকাশিত হয়েছে : ২৭ ফেব্রুয়ারি ২০১৫ ইং, ৪:২৭ পূর্বাহ্ণ | সংবাদটি ১১৫৩ বার পঠিত
লন্ডন প্রতিনিধিঃযুক্তরাজ্যের ব্রিস্টল সমুদ্র সৈকত এলাকার ওয়েস্টন সুপারমেয়ার এলাকায় অবস্থিত পাপাডাম ইন্ডিয়ান টেইকওয়ের পক্ষ থেকে সেখানকার দুটি চ্যারিটি সংস্থাকে ১১৫০ পাউন্ড (বাংলাদেশী টাকায় প্রায় ১ লাখ ১৫ হাজার টাকা) অনুদান প্রদান করা হয়েছে। প্রতিষ্ঠানটির সত্বাধিকারী ও সিলেটস্থ শামসুর রহমান ফাউন্ডেশনের সহ-সভাপতি সাঈদ আহমদ সম্প্রতি এ অনুদান প্রদান করেন। সেখানকার গ্রেট ওয়েস্টার্ণ অ্যাম্বুলেন্স এবং সানসাইন রেডিও ফর ওয়েস্টন হসপিটাল হসপাইস কেয়ার-এ দুটি প্রতিষ্ঠানকে এ অনুদান প্রদান করা হয়। নর্থ সামারস্যাট কাউন্সিলের চেয়ারম্যান এবং ওয়েস্টন সুপারমেয়ার এর মেয়রের হাতে অনুদানের চেক তুলে দেন সাঈদ আহমদ।