কমলগঞ্জে পাহারাদারের ঝুলন্ত লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ২৮ ফেব্রুয়ারি ২০১৫ ইং, ৯:১৭ পূর্বাহ্ণ | সংবাদটি ১৩২৮ বার পঠিত
নিউজ ডেক্স::মৌলভীবাজারের কমলগঞ্জে এক বাজার পাহারাদারের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে শুক্রবার আনুমানিক রাত সাড়ে ৩টায় উপজেলার পতনঊষারের ইউনিয়নের রাজদিঘীরপার বাজারে।
জানা যায়, পতনঊষার ইউনিয়নের পালিতকোণা গ্রামের চেরাগ উল্ল্যার ছেলে আবু সুফিয়ান (৪০) প্রতিদিনের মতো শুক্রবার রাতে বাড়ী থেকে খাবার শেষে বাজার পাহারা দেয়ার জন্য আসেন। ২৮ ফেব্রুয়ারি ভোর রাতে বাজারের অন্য পাহারাদার সুফিয়ানের ঝুলন্ত লাশ দেখতে পান। খবর পেয়ে শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মতিউর রহমান ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার মর্গে প্রেরণ করেন। আত্মহত্যার সঠিক কারণ জানা গেলেও নিহত সুফিয়ানের স্ত্রী সায়না আক্তার জানান, রসুলপুর গ্রামের সজিদ নামের এক ব্যক্তি সুদের টাকা পাওয়ার জন্য মানসিকভাবে খুব চাপ সৃষ্টি করেন।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মতিউর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।