কূটনৈতিক তৎপরতায় ফিনল্যান্ড বিএনপি
প্রকাশিত হয়েছে : ১০ ফেব্রুয়ারি ২০১৫ ইং, ৩:৩১ অপরাহ্ণ | সংবাদটি ১৬৮৭ বার পঠিত
নিউজডেস্ক: অর্থ মন্ত্রনালয়ের দায়িত্বে নিয়োজিত ফিনিশ উপ প্রধানমন্ত্রী ও ফিনল্যান্ড সোস্যাল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান মিঃ আনত্তি রিন্নের সাথে সঙ্গে দেখা করলেন ফিনল্যান্ড বিএনপির সভাপতি জামান সরকার। গেল সপ্তাহে ফিনল্যান্ডের ভানতায় এ সাক্ষাতকারটি অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন ফিনল্যান্ড সোস্যাল ডেমোক্রেটিক পার্টির কেন্দ্রীয় নেতা মিঃ রনবীর সদহী ও মিসেস তারিয়া একলুন্দ। মধ্যবর্তী নির্বাচনের ইস্যুতে ইইউ ভূক্ত দেশ ফিনল্যান্ডকে দিয়ে ইউরোপীয় ইউনিয়নের মাধ্যমে সরকারের উপর চাপ সৃষ্টির লক্ষে ফিনল্যান্ড বিএনপি বাংলাদেশের চলমান রাজনৈতিক দৃশ্য তুলে ধরার দফায় দফায় চেষ্টা করছে।কূটনৈতিক তৎপরতা অংশ হিসাবে ফিনল্যান্ড বিএনপির নেতারা ইতিমধ্যে ফিনিশ স্পীকার মিঃ এরো হেইনা লুয়মা ও পররাষ্ট্র মন্ত্রী মিঃ এরক্কি তুয়মিয়য়া সঙ্গে একাধিক বার সাক্ষাতে মিলিত হয়েছেন।এদিকে আজ মঙ্গলবার সন্ধ্যায় ফিনল্যান্ড সোস্যাল ডেমোক্রেটিক পার্টির প্রভাবশালী পার্লামেন্ট মেম্বার মিসেস মারিয়া গুজেনিনার সাথেও সাক্ষাত করতে যাচ্ছেন ফিনল্যান্ড বিএনপির একটি প্রতিনিধি দল। প্রেস বিজ্ঞপ্তি।