খালেদার কার্যালয়ে হাইকোর্টের নোটিশ
প্রকাশিত হয়েছে : ২৮ ফেব্রুয়ারি ২০১৫ ইং, ৯:২১ পূর্বাহ্ণ | সংবাদটি ৮০৪ বার পঠিত
নিউজ ডেক্স::সারাদেশে হরতাল-অবরোধে সময় কেন এসএসসি পরীক্ষা হবে না এবং স্কুল-কলেজ কেন খোলা থাকবে না- এ মর্মে হাইকোর্টের দেয়া আদেশের অনুলিপি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গুলশান রাজনৈতিক কার্যালয়ে পৌঁছে দেয়া হয়েছে।
শনিবার দুপুর ১২টা ৪৫ মিনিটে হাইকোর্টের রিট শাখার মো. হেলাল উদ্দিন আদেশের অনুলিপিটি গুলশান কার্যালয়ে পৌঁছে দেন।
গুলশান কার্যালয়ের গেট থেকে অনুলিপি গ্রহণ করেন চেয়ারপার্সন প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবীর খান।
শায়রুল কবির খান জানান, অবরোধ ও হরতালের সময় কেন এসএসসি পরীক্ষা হবে না এবং স্কুল-কলেজ কেন খোলা থাকবে না এই মর্মে হাইকোর্ট এই রিট দিয়েছে।
আদেশের অনুলিপি থেকে জানা গেছে, ১৫ ফেব্রুয়ারি কেরানীগঞ্জের সাইফুল রহমান নামে এক এক ব্যক্তি হাইকোর্টের বিচারপতি কাজী রেজাউল হক ও আবু তাহের মো. সাইফুরের দ্বৈত বেঞ্চে চলমান হরতাল-অবরোধের সময় এসএসসি পরীক্ষা কেনো হবে না এবং স্কুল-কলেজ কেন খোলা থাকবে না তা জানতে রিট আবেদন করেন।
শুনানি শেষে আদালত এ বিষয়ে জানতে ইতিমধ্যে সরকার, বিএনপিসহ সংশ্লিষ্ট দফতরে রিটের কপি পৌঁছে দেয়া হয়েছে বলে রিট থেকে জানা গেছে।