‘খালেদার বিষদাঁত ভেঙ্গে দেওয়া হবে’
প্রকাশিত হয়েছে : ২৭ ফেব্রুয়ারি ২০১৫ ইং, ৪:১৮ পূর্বাহ্ণ | সংবাদটি ৮০০ বার পঠিত
নিউজ ডেস্ক::দেশের একমাত্র জঙ্গিনেত্রী হলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তাকে ও তার জঙ্গী বাহিনীকে দমন করে তাদের বিষদাঁত ভেঙ্গে দেওয়া হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্যমন্ত্রী মোহম্মদ নাসিম। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বংশালের সুরিটোলা স্কুল মাঠে গণতন্ত্রী পার্টির উদ্যোগে ঢাকা মহানগর ১৪ দল আয়োজিত বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের হরতাল-অবরোধের বিরুদ্ধে এক প্রতিবাদ সমাবেশে এ হুশিয়ারি উচ্চারণ করেন।
তিনি বলেন, বাংলাদেশে একজন জঙ্গি নেত্রী আছেন। সেই নেত্রী হলেন বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া। তাকে (খালেদা জিয়া) দমন করতে হবে।
দেশে কোনো ষড়যন্ত্রকারীর রক্ষা পাবেনা উল্লেখ্য করে নাসিম বলেন, বিএনপির পালাতক নেতা সাদেক হোসেন খোকা ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না ঢাকা বিশ্ববিদ্যালয়ে লাশ ফেলার ষড়যন্ত্র করতে চেয়েছিলেন। সেই ষড়যন্ত্রকারী মান্নাকে গ্রেফতার করা হয়েছে। তার ষড়যন্ত্রের বিচার হবেই।
তিনি আরো বলেন, আওয়ামী লীগ নির্বাচনকে ভয় পায় না। দেশে নির্বাচন অবশ্যই হবে। তবে সে নির্বাচন হবে ২০১৯ সালে। ওই নির্বাচনের জন্য আপনি (খালেদা) প্রস্তুতি নেন। দেখি সেই খেলায় কে জিতে কে হারে।
পার্টির সভাপতিমন্ডলীর সদস্য মাহমুদুর রহমান বাবুর সভাপতিত্বে এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশর ওয়ার্কার্স পার্টির সভাপতি ও বেসামরিক বিমানমন্ত্রী রাশেদ খান মেনন, খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মো. সেলিম, কমিউনিস্ট কেন্দ্রের আহ্বায়ক ডা. ওয়াজেদুল ইসলাম খান, সহ প্রমুখ।