খালেদার সঙ্গে দেখা করবেন ব্রিটিশ হাইকমিশনার
প্রকাশিত হয়েছে : ১১ ফেব্রুয়ারি ২০১৫ ইং, ৪:৪০ পূর্বাহ্ণ | সংবাদটি ১১১৮ বার পঠিত
বিএনপি চেয়ারপারসন ও ২০ দলীয় জোটের শীর্ষ নেতা খালেদা জিয়ার সঙ্গে আজ সাক্ষাৎ করবেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসন। বিকেল ৫টায় গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাৎ হবে। গতরাতে চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবীর খান এ তথ্য নিশ্চিত করেছেন। উল্লেখ্য, একতরফা ১০ম জাতীয় সংসদ নির্বাচনের বর্ষপূর্তি উপলক্ষে ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে ৩রা জানুয়ারি থেকে নিজের কার্যালয়ে পুলিশি ব্যারিকেডে অবরুদ্ধ হন তিনি। পরে ৫ই জানুয়ারি কর্মসূচিতে অংশ নিতে কার্যালয় থেকে বের হতে বাধা দেয়ার পর অনির্দিষ্টকালের অবরোধ ও দফায় দফায় হরতাল কর্মসূচি পালন করছে বিএনপির নেতৃত্বাধীন ২০দল। পরে পুলিশ ব্যারিকেড তুলে নিয়েও কার্যালয়েই অবস্থান করছেন তিনি। আর ৩রা জানুয়ারির পর ব্রিটিশ হাইকমিশনারই প্রথম কূটনীতিক যিনি খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন।