গাজীপুর সিটি মেয়র মান্নান গ্রেপ্তার
প্রকাশিত হয়েছে : ১১ ফেব্রুয়ারি ২০১৫ ইং, ১:১২ অপরাহ্ণ | সংবাদটি ১২৭৪ বার পঠিত
ঢাকা: গাজীপুর সিটি করপোরেশনের মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক এমএ মান্নানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে রাজধানী ঢাকার বারিধারা ডিওএইচের ৬ নম্বরে নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শাইরুল কবির খান জানান, গোয়েন্দা পুলিশের একটি দল তাকে বারিধারার নিজ বাসা থেকে ধরে নিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে গাজীপুরের পুলিশ সুপার হারুনুর রশীদ বলেন, মেয়র মান্নানকে তার (গাজীপুরের পুলিশ সুপারের) কার্যালয়ে নিয়ে যাওয়া হচ্ছে।
তবে কী কারণে তাকে আটক করা হয়েছে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।