গৃহবধূকে ইভটিজিংয়ের অভিযোগে শেকৃবি’র ছাত্রলীগ সভাপতি আটক
প্রকাশিত হয়েছে : ১০ ফেব্রুয়ারি ২০১৫ ইং, ৪:০৭ অপরাহ্ণ | সংবাদটি ১৬৫৮ বার পঠিত
ঢাকা : বাণিজ্য মেলায় এক গৃহবধূকে ইভটিজিং করার অভিযোগে পুলিশ শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ সভাপতি নাজমুল হাসানকে আটক করেছে।মঙ্গলবার বাণিজ্য মেলার শেষ দিনে বহি:গমন গেট থেকে পুলিশ তাকে আটক করে। শেরেবাংলা নগর থানার এসআই মনিরুজ্জামান জানান, দুপুর ৩ টার দিকে একজন নব দম্পতি গেট দিয়ে বের হওয়ার সময় নাজমুল ইভটিজিং করেন। এসময় স্ত্রী নাজমুলের গালে চড় মারেন। নাজমুলের সঙ্গে থাকা তার বন্ধুরা এ ঘটনার প্রতিবাদ করলে ঐ তরুণী পুলিশের কাছে অভিযোগ করেন। পরে পুলিশ তরুণীর অভিযোগের প্রেক্ষিতে নাজমুলকে আটক করে থানায় নিয়ে আসে।