চৌকিদেখীতে আধিপত্য বিস্তার নিয়ে প্রজন্ম লীগের দুই গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া
প্রকাশিত হয়েছে : ১১ ফেব্রুয়ারি ২০১৫ ইং, ৪:২৩ পূর্বাহ্ণ | সংবাদটি ১১১৫ বার পঠিত
সিলেট, ১০ ফেব্রুয়ারি: নগরীর চৌকিদেখিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সরকারি দল সমর্থিত দু’গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সোমবার মাসুদ ও নজরুলের মধ্যে কথাকাটাকাটি হয়। গত সোমবারের ঘটনার জের ধরে এ ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। চৌকিদেখি এলাকার মসজিদ মার্কেটের জন্মভূমি ভেরাইটিজ স্টোরের মালিক নজরুল জানান, পূর্ব পরিকল্পনা অনুযায়ী মাসুদ এ হামলার ঘটনা ঘটিয়েছে। গতকাল রাত সাড়ে ৯টার দিকে মাসুদ, এরশাদ, তানভীর, জুয়েল, সুমন, ফারুকসহ প্রায় ২০-৩০ জন মোটরসাইকেল যোগে চৌকিদেখি পেট্রোল পাম্প এলাকায় জড়ো হয়। সেখানে তারা বেশ কটি দোকান ভাঙচুর ও লুটপাট করে। এছাড়াও পাশের কলোনীতে হামলা ও ভাঙচুর করে। এতে এক ব্যক্তি আহত হয়। হামলার আগে ককটেল বিস্ফোরণ ঘটে বলে জানান তিনি। নজরুল অভিযোগ করেন, হামলার সময় পুলিশ থাকলেও নীরব ভূমিকা পালন করে। হামলার পরে এলাকাবাসী রাস্তা অবরোধ করে রাখে বলেও জানান তিনি। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক নেতা জানান, কথাকাটাকাটির জের ধরে হামলার ঘটনা ঘটেছে। হামলায় একটি দোকানের পানবাক্স ভাঙচুর হয়েছে। তবে বিষয়টি সমঝোতার চেষ্টা চলছে। এব্যাপারে বিমান বন্দর থানার ওসি গৌছুল হোসেন জানান, প্রজন্মলীগের দু’গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। তবে এতে কেউ আহত হননি বলে জানান। এ ঘটনার পরে এলাকাবাসী রাস্তা অবরোধ করেছিল কিনা জানতে চাইলে তিনি জানান অবরোধ করার চেষ্টা করেছিল। তবে অবরোধ করতে পারে নি। এ বিষয়ে ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাসুদ আহমদের সাথে যোগাযোগ করতে চাইলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়।