ট্যাবলয়েড পত্রিকা “দৃষ্টিনন্দন সিলেট” এর মোড়ক উন্মোচন
প্রকাশিত হয়েছে : ২৬ ফেব্রুয়ারি ২০১৫ ইং, ৩:২২ অপরাহ্ণ | সংবাদটি ৮০৮ বার পঠিত
বিশিষ্ট কমিউনিটি নেতা কুয়েত প্রবাসী শেখ নিজামুর টিপুর সম্পাদনা ও প্রকাশনায় মধ্যপ্রাচে’র প্রথম বাংলা ট্যাবলয়েড পত্রিকা “দৃষ্টিনন্দন সিলেট” এর আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করা হয়েছে।
অতি সম্প্রতি সোমবার বাংলাদেশ সময় বিকাল ৩টায় কুয়েত বাংলাদেশ দুতাবাসে জমকালো অনুষ্ঠানের মধ্যদিয়ে পত্রিকাটির মোড়ক উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিক ভাবে পত্রিকার মোড়ক উন্মোচন করেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশ দুতাবাসের রাষ্টদূত মেজর জেনারেল (অবঃ) মোহাম্মদ আসাব উদ্দিন এনডিসি পিএসসি।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েত বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা, কুয়েতস্থ বিভিন্ন কমিউনিটি নেতা, সাংবাদিকবৃন্দ, বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য পত্রিকাটি শুধু বাংলাদেশের সিলেট বিভাগের এবং বর্হিবিশ্বে সিলেটিদের সব ধরনের খবরা-খবর প্রকাশ করা হবে। বিজ্ঞপ্তি