দাউদ ইব্রাহিমের সহযোগী আবু সালেমের যাবজ্জীবন
প্রকাশিত হয়েছে : ২৬ ফেব্রুয়ারি ২০১৫ ইং, ২:৪৫ অপরাহ্ণ | সংবাদটি ১১৩৯ বার পঠিত
আন্তর্জাতিক ডেস্ক ::
দুই দশক আগে নির্মাণ ব্যবসায়ী প্রদীপ জৈন হত্যা মামলায় মাফিয়া ডন দাউন ইব্রাহিমের সহযোগী আবু সালেমকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে ভারতের মুম্বাইয়ের একটি আদালত। বুধবার মুম্বাইয়ের বিশেষ টাডা আদালত আবু সালেমসহ মোট তিনজনকে ওই মামলায় দোষী সাব্যস্ত করে। অতিরিক্ত দায়রা আদালতের বিচারক জিএ সনপ শাস্তির আদেশ দেন।
১৯৯৫ সালের ৭ মার্চ জুহুর বাড়ির সামনে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ব্যবসায়ী প্রদীপ জৈন খুন হন। আবু সালেমকে রায়গড় জেলার তালোজা সেন্ট্রাল জেলে রাখা হয়েছে।
আবু সালেম ১৯৯৩ সালে মুম্বাই বোমা হামলার প্রধান সন্দেহভাজন মাফিয়া ডন দাউদ ইব্রাহিমের একসময়কার ঘনিষ্ঠ সহযোগী। সালেম ১৯৯৩ সালের বোমা হামলার ঘটনার পর মেশ ছেড়ে পালিয়ে যায়। অবশেষে পর্তুগাল সরকার দীর্ঘ তিন দশকের কূটনৈতিক জটিলতার পর ২০০৫ সালে তাকে ভারতের হাতে তুলে দেয়। সেই থেকে সে কারাবন্দি রয়েছে।
প্রত্যর্পণের শর্ত অনুযায়ী, খুনের মামলায় দোষী সাব্যস্ত হলেও সালেমকে মৃত্যদণ্ড দেওয়া যাবে না। এই মর্মেই আদালতে সওয়াল করেন তার আইনজীবী।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া।