ধূমপান ছাড়ছেন শাহরুখ?
প্রকাশিত হয়েছে : ২৬ ফেব্রুয়ারি ২০১৫ ইং, ৩:০৫ অপরাহ্ণ | সংবাদটি ৮২৩ বার পঠিত
বিনোদন ডেস্ক :: বলিউড তারকা শাহরুখ খানের ধূমপানের অভ্যাস বহুদিনের। বিভিন্ন সময় ধূমপানরত অবস্থায় ক্যামেরায় ধরাও পড়েছেন তিন। তবে কিছুতেই এই বদ অভ্যাস ছাড়তে পারছিলেন না। তবে ভারতীয় একটি সংবাদ মাধ্যম জানিয়েছে, বলিউডের এই বাদশাহ এবার ধূমপান ছাড়ার জন্যে উঠেপড়ে লেগেছেন।
সম্প্রতি শাহরুখ টুইটে একটি ছবি পোস্ট করে তার নিচে লিখেন, প্রতি রাতে কমপক্ষে ১০০ মিটার হাটঁবো…এটা আমাকে পারতেই হবে। এই টুইট বার্তার পরপরই ভারতীয় সংবাদ মাধ্যমটি জানায়, ধূমপান ছাড়ার জনে তিনি চিকিৎসকের সরনাপন্ন হয়েছিলেন। আর চিকিৎসকের পরামর্শেই প্রতি রাতে ঘুমাতে যাওয়ার আগে ১০০ মিটার হাঁটার অভ্যাস গড়ে তুলছেন।