পাকিস্তানে ৪ তালেবানীর মৃত্যুদণ্ড
প্রকাশিত হয়েছে : ২৬ ফেব্রুয়ারি ২০১৫ ইং, ২:৪৪ অপরাহ্ণ | সংবাদটি ৮১৫ বার পঠিত
আন্তর্জাতিক ডেস্ক::
পাকিস্তানের লাহোর হাইকোর্ট জেলকর্মীদের ওপর ভয়াবহ সন্ত্রাসী হামলার দায়ে অন্তত চার তালেবান সদস্যকে মৃত্যদণ্ড দিয়েছে। পূর্বাঞ্চলীয় লাহোর শহরে তিন বছর আগে জেলকর্মীদের ওপর ওই হামলা চালানো হয়েছিল। বিশেষ সরকারি কৌঁসুলি শেখ সাইদ বলেছেন, লাহোর হাইকোর্ট তেহরিকে তালিবান পাকিস্তান বা টিটিপির চার সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছে। তিনি আরো বলেন,অভিযুক্তদের প্রত্যেককে ১৮,০০০ মার্কিন ডলার জরিমানা করা হয়েছে।
২০১২ সালের জুলাইয়ে সন্ত্রাসীরা জেলকর্মীদের একটি আবাসিক কোয়ার্টারে অতর্কিত হামলা চালিয়ে অন্তত ১০ জেলকর্মীকে হত্যা করে। লাহোরের ঘন বসতিপূর্ণ ইচরা উপশহরে চালানো ওই হামলায় আহত হয় আরো বহু ঘুমন্ত জেলকর্মী। হামলা চালানোর এক বছর পর শহরের একটি বাস ষ্টেশন থেকে ভারী অস্ত্রসহ ওই চার সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়। পাকিস্তানের বিচার বিভাগের সূত্রে জানা গেছে,ওই চার সন্ত্রাসী জেলকর্মীদের হত্যার দায় স্বীকার করেছে। গত কয়েক বছর ধরেই পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলা চালিয়ে আসছে বিভিন্ন উগ্র সন্ত্রাসী গোষ্ঠী। সূত্র: রেডিও তেহরান।