পাত্র সম্প্রদায়ের পরিচিতি বাড়ানো মিডিয়া কর্মীদের গুরুত্ব অপরিসীম —জেলা প্রশাসক
প্রকাশিত হয়েছে : ২৬ ফেব্রুয়ারি ২০১৫ ইং, ৩:৩২ অপরাহ্ণ | সংবাদটি ১১১৪ বার পঠিত
দেশের প্রতিটি স্তরের জনগণের কাছে আদিবাসী পাত্র সম্প্রদায়কে পরিচিত লাভের জন্য যেমন আমাদের সকলের প্রয়োজন রয়েছে ঠিক সেভাবে মিডিয়া কর্মীদের গুরুত্বও অপরিসীম। ২৬ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকাল ১১টায় পাত্র সম্প্রদায় কল্যাণ পরিষদ (পাসকপ) এর আয়োজনে এবং দাতা সংস্থা মিজারিওর এর সহায়তায় পাত্র সম্প্রদায়ের আর্থ সামাজিক অবস্থা ২০১৪ এর ফলাফল উপস্থাপনা কালে তিনি এই কথাটি বললেন।
প্রকল্প সমন্বয়কারী লাবনী স্বার্তী এর পরিচালনায় নির্বাহী প্রধান শ্রী গৌরাঙ্গ পাত্র এর সভাপতিত্বে ফলাফল উপস্থাপনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ শহিদুল ইসলাম, জেলা প্রশাসক, সিলেট। প্রধান অতিথির বক্তব্য কালে তিনি বলেন, এই সিলেট অঞ্চলে সকল ধর্মের লোকের সমাগম রয়েছে। আর এর মধ্য থেকে পাত্র জাতীগোষ্ঠী হল আদি জনগোষ্ঠী।
কালের বিবর্তনে তারা আজ ভূমিহীনে পরিণত হয়েছে। তাই বলছি যে, পাত্র জনগোষ্ঠীর সদস্যরা যে সকল উপজেলায় বসবাস করছেন সেসকল উপজেলায় খাস জমি আছে কি না তা দেখতে হবে। থাকলে তার জন্য বন্দোবস্তের আবেদন করার ব্যবস্থা করতে হবে। খাস জমি বন্দোবস্ত নীতি সকলের জন্য সমান। এখানে যে সার্ভের ফলাফল উপস্থাপনা করা হয়েছে এটাও শিক্ষার একটি রড় অংশ। সে জন্য সবাইকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। শিক্ষার মাধ্যমেই জাতীর উন্নয়ন সম্ভব। বক্তারা আরো বলেন একতাদ্ধের মাধ্যমেই পিছিয়ে পরা জাতিগোষ্ঠীকে সামনে নিয়ে আসতে হবে। তাদের ঐতিহ্যবাহী সকল বিষয়গুলো সংরক্ষণ করার অতি প্রয়োজন। তারা নিজেদের ব্যবহৃত অতিহ্যবাহী আসবাব পত্র অথবা সেগুলোর ছবির মাধ্যমে মিউজিয়ামের মত প্রথমিকভাবে তৈরি করার উদ্যোগ গ্রহন তকরতে হবে। সে জন্য সরকারী ও বেসরকারী ভাবে উদ্যোগ গ্রহন করতে হবে। সার্ভে ফলাফল উপস্থাপনা অনুষ্ঠানে আরো বক্তব্য প্রদান করেন, জনাব আব্দুল করিম কিম, সাধারন সম্পাদক, বাপা, সিলেট, সিলেট জেলা প্রেস ক্লাব এর সাধারন সম্পাদক সংগ্রাম সিংহ, শরিফা বেগম, লুটমন পডুনা, শিক্ষক মো: আশরাফ উদ্দিন, বিভাষ তরফদার, রোকসানা বেগম, মো: ফাহিম সাহদাত, মো: আবু নাসির ও কুমুদিনী পাত্র প্রমূখ।-বিজ্ঞপ্তি