পুতিনকে সতর্ক করলেন ওবামা
প্রকাশিত হয়েছে : ১১ ফেব্রুয়ারি ২০১৫ ইং, ২:১০ অপরাহ্ণ | সংবাদটি ১২২১ বার পঠিত
রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে সতর্ক করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি বলেছেন, ইউক্রেনের বিরুদ্ধে ‘আগ্রাসী ব্যবস্থা’ গ্রহণ করলে, রাশিয়াকে চড়া মূল্য দিতে হবে। গত বছরের এপ্রিলে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যে লড়াই শুরু হয়েছে, তা অবসানে শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে নতুন করে আলোচনায় বসার সুযোগ গ্রহণ করতে পুতিনের প্রতি আহ্বান জানিয়েছেন ওবামা। বেলারুশে ফ্রান্স, জার্মানি ও ইউক্রেনের শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ করবেন রাশিয়ার প্রেসিডেন্ট। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এদিকে শান্তি আলোচনার আগে পূর্ব ইউক্রেনে তীব্র লড়াই চলছে। গতকাল ক্রামাতোর্স্কের একটি গুরত্বপূর্ণ সামরিক ঘাঁটি ও একটি আবাসিক এলাকায় চালানো রকেট হামলায় কমপক্ষে ৮ বেসামরিক মানুষ ও ৪ সেনা সদস্য নিহত হন। সরকারি কর্মকর্তারা বলছিলেন, রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের দখলে থাকা এলাকাসমূহ থেকে রকেট হামলা চালানো হয়েছে। তবে এ হামলার দায় স্বীকার করেনি বিচ্ছিন্নতাবাদীরা। এ পর্যন্ত সহিংসতায় ৫ হাজার ৪০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। সম্প্রতি গত কয়েক সপ্তাহে বেসামরিক মানুষের হতাহতের সংখ্যা বেড়েছে।