পেছালো সালমানের মামলার রায়
প্রকাশিত হয়েছে : ২৬ ফেব্রুয়ারি ২০১৫ ইং, ৩:০১ অপরাহ্ণ | সংবাদটি ৮২৬ বার পঠিত
বিনোদন ডেস্ক ::
আরও একবার পিছিয়ে গেল সালমান খানের কৃষ্ণসার হত্যা মামলার রায়ের তারিখ। ১৭ বছর আগে বিপন্ন প্রজাতির হরিণ হত্যায় তিনি বেআইনি অস্ত্র ব্যবহার করেছিলেন কিনা সেই বিষয়ে বুধবার রায় দেওয়ার কথা ছিল যোধপুরের আদালতের। আগের শুনানিতে দাখিল করা চারটি অভিযোগের ভিত্তিতে এই মামলার ৯ সাক্ষীর পুনরায় জবানবন্দি নেয়ার সিদ্ধান্ত নিয়েছে আদালত। সে কারণেই আগামী ৩ মার্চ পর্যন্ত মামলার রায় স্থগিত রাখেন বিচারক। অবশ্য বুধবার অসুস্থতার কারণে আদালতে অনুপস্থিত ছিলেন সালমান খান।
উল্লেখ্য, বিপন্ন প্রজাতির হরিণ হত্যার দায়ে মামলা দায়ের করা হলে আদালতে হাজিরা দেয়ার সময় তার অস্ত্র জব্দ করার আদেশ দিয়েছিল আদালত। সে সময় মেয়াদোত্তীর্ণ লাইসেন্সের দুইটি অস্ত্র জব্দ করে পুলিশ।
১৯৯৮ সালের সেপ্টেম্বর-অক্টোবর মাসে যোধপুরে ‘হাম সাথ সাথ হ্যায়’ ছবির শুটিং চলাকালীন ৩টি চিঙ্কারা ও একটি কৃষ্ণসার হরিণ শিকার করার সময় বেআইনি অস্ত্র রাখার অপরাধে সালমানের বিরুদ্ধে মামলা দায়ের করে স্থানীয় পুলিশ। যদিও সালমান খানের আইনজীবী জানিয়েছেন, লাইসেন্সের মেয়াদ ফুরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই সালমান লাইসেন্স নবীকরণের আবেদন জানান। অর্থাৎ তিনি বেআইনিভাবে অস্ত্র ব্যবহার করেননি। দোষী সাব্যস্ত হলে ৩ থেকে ৭ বছর পর্যন্ত জেল হতে পারে সালমানের। বেআইনি অস্ত্র রাখা ছাড়াও সালমানের বিরুদ্ধে বন্যপ্রাণী হত্যার তিনটি মামলাও চলছে।
২০০৬ সালের এপ্রিল মাসে ও ২০০৭ সালের আগস্ট মাসে এই কারণে দু’বার যোধপুর জেলেও ঢুকতে হয়েছে তাকে। এখনও রাজস্থান হাইকোর্টে দু’টি মামলা চলছে।
বলিউডের অন্যতম এ সুপারস্টার দোষী সাব্যস্ত হলে বিপুল ক্ষতির মুখে পড়বেন প্রযোজকরা। আগামী ২০১৭ বছর পর্যন্ত সালমানের প্রায় আধা ডজন ছবিতে লগ্নি করেছেন প্রযোজকরা। আপাতত কবীর খানের বজরঙ্গি ভাইজান ছবির শুটিংয়ে ব্যস্ত সালমান।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া