প্রথমবারের মতো ঢাকায় আসছেন দীপিকা!
প্রকাশিত হয়েছে : ২৬ ফেব্রুয়ারি ২০১৫ ইং, ২:৫৯ অপরাহ্ণ | সংবাদটি ১০৮৯ বার পঠিত
বিনোদন ডেস্ক::
দীপিকা পাড়ুকোনের মায়ামাখা হরিণী চোখের জাদু, টোল পড়া গালের হাসি ও বলিউডে রূপালি পর্দার ঝাঁঝালো পরিবেশনা দর্শকদের মন মাতিয়েছে বহুবার! তার মোহনীয় সৌন্দর্য আর লাস্যময়তা দেখে মুগ্ধ সমগ্র দক্ষিণ এশিয়া তথা সারাবিশ্ব। তিনি অপরূপা সুন্দরী, আকর্ষনীয় ফিগারের অধিকারী। আন্তর্জাতিক চলচ্চিত্র বাজারে বলিউডের এ নায়িয়ার জনপ্রিয়তা বরাবরই অন্যদের তুলনায় একটু বেশী। তাই ভক্তদের মাঝে তার ভাব-গাম্ভিয্যের কদরও অফুরন্ত।
প্রথমবারের মতো দীপিকার ঢাকায় আসার খবরটি নিশ্চিত করেছেন আয়োজন কর্তৃপক্ষ । দীপিকাকে ঢাকায় নিয়ে আসছেন ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড। লাক্সের আয়োজনে একটি ফ্যাশন শোতে অংশ নিতেই তিনি মূলত ঢাকায় পা রাখবেন। পূর্বে লাক্সের বিজ্ঞাপনচিত্রে মডেল হিসেবে কাজ করেছেন তিনি। এখন ফেসবুকে ও টিভি বিজ্ঞাপনে দীপিকার ঢাকায় আসার প্রচারণা চালানো হচ্ছে। আগামী মাসের মাঝামাঝি সময়ে ঢাকার মাটিতে পা রাখবেন লাস্যময়ী দীপিকা পাড়ুকোন।