প্রেমিকের সহায়তায় স্বামীকে খুন করলেন শিরিন
প্রকাশিত হয়েছে : ২৮ ফেব্রুয়ারি ২০১৫ ইং, ৩:১৪ অপরাহ্ণ | সংবাদটি ৭৭৯ বার পঠিত
নিউজ ডেস্ক::নিজের পরকীয়া প্রেমের জেরে স্বামীকে ছয়তলা ভবনের ছাদ থেকে ফেলে হত্যা করেছে স্ত্রী। পুলিশ শনিবার নিহতের স্ত্রী ইয়াসমিন আক্তার শিরিনকে গ্রেফতার করেছে। নিহত মাসুদ রানা গাজীপুর মহানগরের ভাওরাইদ এলাকার হাজী আব্দুল আলীর ছেলে। জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জামাল মিয়া জানান, গাজীপুর মহানগরের জোড়পুকুর এলাকার একটি ভাড়া বাসায় স্ত্রী ও দু’সন্তানকে নিয়ে বসবাস করতেন মাসুদ রানা। তার স্ত্রী ইয়াসমিন আক্তার শিরিনের সঙ্গে বেশ কিছুদিন ধরে স্থানীয় বাউপাড়া এলাকার সাইফুল ইসলাম মিলটন নামের এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে।
এতে বাধা দেওয়ায় স্বামীর উপর ক্ষুব্ধ হয় ইয়াসমিন আক্তার শিরিন (২৫)। শুক্রবার দিবাগত রাতে প্রেমিক সাইফুল ইসলাম মিলটন ও তার বন্ধুদের সহায়তায় শিরিন তার স্বামী মাসুদ রানাকে মারধরে করে ছয়তলা ভবনের ছাদ থেকে নীচে ফেলে দেন। এতে মারা যান মাসুদ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ ও হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা একটি লাঠি উদ্ধার করে। শনিবার গাজীপুরের শহীদ তাজউদ্দিন মেডিক্যাল কলেজ হাসপাতালে লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়।
এঘটনায় নিহতের বাবা বাদী হয়ে জয়দেবপুর থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ নিহতের স্ত্রী ইয়াসমিন আক্তার শিরিনকে আটক করেছে। গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক আব্দুস সালাম সরকার জানান, নিহতের চোয়াল, কপাল ও মেরুদণ্ডের বেশক’টি হাড় ভাঙ্গা ছিল এবং মাথা থেতলানো ছিল। এছাড়াও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।