প্রেমের কারণে বিশেষ খাবার বর্জণের সিদ্ধান্ত অনুষ্কার
প্রকাশিত হয়েছে : ২৮ ফেব্রুয়ারি ২০১৫ ইং, ৩:২২ অপরাহ্ণ | সংবাদটি ৮৩৩ বার পঠিত
বিনোদন ডেস্ক : প্রিয় জনের জন্য মানুষ কত কিনা করে। প্রিয় মানুষটিকে চিরতরে আপন করে পেতে অর্থাৎ তাকে নিয়ে সুখের নীড় বাঁধতে রোমান্টিকতার হাজারো উদাহরণ রচনা করেছেন প্রেমিক-প্রেমিকা জুটি।
তবে কোহলি প্রেমিকা অনুষ্কা শর্মা কোহলির প্রেমে নয় অন্য এক প্রেমে তার জীবনে আনছেন বড় ধরনের পরিবর্তন। সে বিষয়টি হয়তো জানতে বিনোদন প্রেমীরা মুখিয়ে আছেন।
তবে এর আগে জানিয়ে দেই এটি কোনো নতুন প্রেমিকের জন্যও নয়। তবে বিরাট কোহলিকে অবশ্যই অনুষ্কার এ অভ্যাসটি কষ্ট দিবে।
ঘটনাটি হলো, অনুষ্কার পোষ্য কুকুর ডুড আমিষ জাতীয় খাবার পঁছন্দ করে না। এটির প্রেমে আর এ কারণে আমিষ জাতীয় খাবার ছেড়ে দিচ্ছেন তিনি। যা রীতিমত বিস্ময়কর!
ভারতীয় মিডিয়ায় বলা হয়, তবে আমিষ জাতীয় খাবার ছেড়ে দেয়ার প্রভাব পড়বে তার চোখে-মুখে। আমিষ ছাড়লে অনুষ্কাকে শারীরিকভাবে স্বাভাবিক হতে খানিকটা সময় নিতে হবে।