ফেসবুকের নানা তথ্য নিয়ে বই
প্রকাশিত হয়েছে : ২৬ ফেব্রুয়ারি ২০১৫ ইং, ২:৫৬ অপরাহ্ণ | সংবাদটি ৯৩৮ বার পঠিত
তথ্য-প্রযুক্তি ডেস্ক ::
সামাজিক যোগাযোগের সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুক। সারাবিশ্বেই তুমুল জনপ্রিয়তা পাওয়া এই সামাজিক যোগাযোগমাধ্যমটিতে নানা ধরনের সেবাও প্রতিনিয়ত যুক্ত হচ্ছে।
ফেসবুকের প্রাথমিক বিষয়, অ্যাকাউন্টের বিস্তারিত, অ্যাকাউন্ট খোলার পদ্ধতি, ব্যবহার, নানা ধরনের টিপস, নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট নিরাপদ রাখাসহ ফেসবুকের অনেক অজানা বিষয়ের দারুন সব তথ্য নিয়ে এবারের বইমেলায় প্রকাশিত হয়েছে ‘ফেসবুকের সাত-সতের’ নামক একটি বই। বইটি লিখেছেন নুরুন্নবী চৌধুরী হাছিব। প্রকাশ করেছে আদর্শ প্রকাশনী (স্টল নং: ৪১১-৪১২)। প্রচ্ছদ করেছেন মানবেন্দ্র গোলদার।
যারা ফেসবুকে এখনও অ্যাকাউন্টই খোলেননি কিংবা যাদের অ্যাকাউন্ট আছে, সবার জন্যই প্রয়োজনীয় তথ্য সমৃদ্ধ বইটি। ফেসবুকের শুরুর কথা, ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের অজানা সব মিথ, ফেসবুকের জনপ্রিয় কিছু মিথ, বাংলাদেশে ফেসবুকের অবস্থা, ফেসবুকভিত্তিক বাণিজ্য ইত্যাদি নানা বিষয়েও জানা যাবে এ বইতে।
যারা ব্যস্ততার কারণে বইমেলায় যেতে পারছেন না কিংবা ঢাকার বাইরের বইপ্রেমীরা ঘরে বসে বইটি কিনে নিতে পারবেনwww.rokomari.com/nhasive ঠিকানা থেকে। ১৬২৯৭ নম্বরে ফোন করেও হোম ডেলিভারি পাওয়া যাবে বইটির।
তথ্যপ্রযুক্তি বিষয়ে এটি লেখকের ৫ম বই। এর আগে ‘নানা কাজের মুক্ত সফটওয়্যার’, ‘বাংলা উইকিপিডিয়া কী এবং কেন’, ‘কাজের যত মোবাইল অ্যাপস’ এবং ‘কম্পিউটার ব্যবহারের ৫৫৫ টিপস’ বই প্রকাশিত হয়েছে।