প্রকাশিত হয়েছে : ১৩ ফেব্রুয়ারি ২০১৫ ইং, ৫:৪৭ পূর্বাহ্ণ | সংবাদটি ১২১০ বার পঠিত
বদলে যাচ্ছে ক্রিকেটের বৃষ্টি আইন
স্পোর্টস ডেস্ক:ক্রিকেটের বৃষ্টি আইন অর্থাৎ, ডাকওয়ার্থ লুইস এবার কিছুটা বদলে গিয়ে ডাকওয়ার্থ লুইস স্টার্ন।বৃষ্টিবিঘ্নিত ম্যাচে পরিবর্তিত টার্গেট কী হবে, তা গণনার জন্য চালু ফ্রাঙ্ক ডাকওয়ার্থ এবং টনি লুইসের আবিস্কৃত পদ্ধতি। যা সবসময় নিখুঁত নয়। গত নভেম্বরে কুইন্সল্যান্ড ইউনিভার্সিটি অব টেকনোলজির সংখ্যা তাত্ত্বিক ও কম্পিউটার প্রোগ্রামার স্টিভ স্টার্ন কিছুটা বদল করেছেন ডাকওয়ার্থ লুইস পদ্ধতির।আরোও কিছুটা খুঁত দূর করেছেন। যা সমর্থন করছেন ডাকওয়ার্থ ও লুইস। সফটওয়্যারে সেই পরিবর্তনটুকু নিয়ে এসে এবারের বিশ্বকাপে ডাকওয়ার্থ লুইস পদ্ধতি ব্যবহার করা হবে। যা এখন থেকে ডিএলএফের জায়গায় ডিএলএস নামে পরিচিতি পাবে।স্টার্নের কথায়, ‘আমি খেলাধুলার ভীষণ ভক্ত। আমার বন্ধুরা একবার আমার কাছে জানতে চেয়েছিল ডাকওয়ার্থ লুইস পদ্ধতি বুঝিয়ে দিতে। তারপর আমার সঙ্গে ডাকওয়ার্থ ও লুইসের পরিচয় হয়। আলোচনা হত। আর এখন তো আমি ডিএলএস পদ্ধতির একজন রক্ষক।’