বাংলাভিশন টক’শো ‘ফ্রন্টলাইন’ বন্ধ
প্রকাশিত হয়েছে : ১১ ফেব্রুয়ারি ২০১৫ ইং, ৩:১৬ অপরাহ্ণ | সংবাদটি ১২০৩ বার পঠিত
বন্ধ হয়ে গেল জনপ্রিয় টক শো ফ্রন্টলাইন। বাংলাভিশন কর্তৃপক্ষ অনুষ্ঠানটি বন্ধ করে দিয়েছে বলে জানা গেছে।
এ ব্যাপারে অনুষ্ঠানটির উপস্থাপক মানবজমিন প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী গনমাধ্যমকে জানান, শো’টি বন্ধ হয়ে গেছে। তবে কী কারণে বন্ধ হয়েছে তা তিনি জানেন না।
প্রায় পাঁচ বছর ধরে সমপ্রচারিত সমসাময়িক রাজনীতি বিষয়ক টক শো ফ্রন্টলাইন বিপুল জনপ্রিয়তা পেয়েছিল। এ অনুষ্ঠানে নাগরিক সমাজের প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সমাজের নানা পেশার বিশিষ্ট ব্যক্তিরা অংশ নিতেন। টেলিফোনে সাধারণ দর্শকদেরও অংশ নেয়ার সুযোগ ছিল।
এ ব্যাপারে অনুষ্ঠানটির উপস্থাপক মানবজমিন প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী গনমাধ্যমকে জানান, শো’টি বন্ধ হয়ে গেছে। তবে কী কারণে বন্ধ হয়েছে তা তিনি জানেন না।
