বানিয়াচঙ্গে সাহিত্য পরিষদের গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান
প্রকাশিত হয়েছে : ২৬ ফেব্রুয়ারি ২০১৫ ইং, ৩:৫২ অপরাহ্ণ | সংবাদটি ৯৯১ বার পঠিত
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বানিয়াচং সাহিত্য পরিষদ দুই কথা সাহিত্যিককে সংবর্ধনা দিয়েছে। এ উপলক্ষে গত রবিবার বিকেলে বানিয়াচং উপজেলা পরিষদ মিলনায়তনে গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংবর্ধিত দুই সাহিত্যিক হলেন- হবিগঞ্জের সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনের দুই প্রথিতযশা ব্যক্তিত্ব ইংল্যান্ড প্রবাসী কবি ও কথাসাহিত্যিক আয়েশা আহমেদ এবং লেখক-গবেষক প্রফেসর জাহান আরা খাতুন।
বানিয়াচং সাহিত্য পরিষদের সহ-সভাপতি আবু মোতালেব খান লেবু’র সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আব্দুর রউফ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ বশির আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামসুল ইসলাম, হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মনসুর উদ্দিন আহমেদ ইকবাল।
বক্তৃতা করেন কবি তাহমিনা বেগম গিনি, ডাঃ মোঃ জমির আলী, ইংল্যান্ড প্রবাসী ড. মোঃ শাহ নেওয়াজ, মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, কবি অপু চৌধুরী, আজহার উদ্দিন শিমুল প্রমূখ।