বিশ্বকাপে গেইলের বিশ্ব রেকর্ড
প্রকাশিত হয়েছে : ২৬ ফেব্রুয়ারি ২০১৫ ইং, ৩:৪১ অপরাহ্ণ | সংবাদটি ৯১৮ বার পঠিত
স্পোর্টস ডেস্ক :: বিশ্বকাপের প্রথম ডাবল সেঞ্চুরি করলেন গেইল। বিশ্বকাপের ইতিহাসে এটা প্রথম রেকর্ডতো বটেই, তার ব্যক্তিগত খাতায়ও ডাবল সেঞ্চুরি যোগ হলো।
জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচে ১৩৮ বলে ২০১ রান করেন তিনি। ম্যাচটি সাজিয়েছেন ১৬টি ছয় এবং ১০টা চারের সাহায্যে। শেষ শতক করতে মাত্র ৩৩ বল খেলেছেন তিনি।
৪৬ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ এক উইকেট হারিয়ে ৩১৯ রান। ক্যারিবীয় ব্যাটিং তারকা ক্রিস গেইল তার ওয়ানডে ক্যারিয়ারে ২২তম শতক হাঁকিয়ে আর বিশ্বকাপের ইতিহাসে প্রথম শতক হাঁকিয়ে ২০৫ রানে (১৩৯ বলে) অপরাজিত আছেন।
এর আগে ৭৯ রান করে নয় হাজারি ক্লাবে নাম লেখান এ বাঁহাতি ড্যাশিং ওপেনার। এগারোতম বিশ্বকাপে নিজের প্রথম শতক হাঁকাতে গেইল ১০৫ বল খেলেন।
সংক্ষিপ্ত স্কোরঃ
ওয়েস্ট ইন্ডিজ : ৩৪৪/১, ওভার ৪৮ ( মারলন স্যামুয়েলস ১০৩*(১৪৭), ক্রিস গেইল ২০৯*(১৪২), ডোয়াইন স্মিথ ০/২ )