বিশ্বনাথে ইউপি আ’লীগের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
প্রকাশিত হয়েছে : ২৬ ফেব্রুয়ারি ২০১৫ ইং, ৯:৫০ পূর্বাহ্ণ | সংবাদটি ১১৫৩ বার পঠিত
বিশ্বনাথ প্রতিনিধি
বিশ্বনাথ উপজেলার সর্বত্র আন্তর্জাতিক মাতৃভাষা, মহান শহীদ ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। বিভিন্ন সভায় বক্তারা সর্বত্র বাংলা ভাষা চালু, যোদ্ধাপরাধীদের বিচার ও বোমাবাজদের বিরোদ্ধে প্রতিরোধ গড়ে তুলার অঙ্গীকার ব্যক্ত করেন। গত ২১ফেব্রুয়ারী শনিবার বিকাল ৩টায় উপজেলার অলংকারী ইউনিয়নের পনাউল্লাহ বাজারে মুন্সি শপিং মার্কেটের সামনে বৃহত্তর পনাউল্লাহ বাজার আওয়ামীলীগের উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি, প্রবীণ রাজনীতিবিদ হাজী লোকমান মিয়ার সভাপতিত্বে ও ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি আজমল হোসেন রাজনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন প্রবীণ আওয়ামীলীগ নেতা মাস্টার মো. হানিফ আলী, আওয়ামীলীগ নেতা শায়েস্তা মিয়া, মনু মিয়া, মখদ্দুছ আলী, বাহাদুর মিয়া, কবির আহমদ, মখলিছ মুন্সি, মখন মিয়া, আনফর আলী, খালেদ মিয়া, মোজাম্মেল হামজা, সফিক মিয়া, শামীম মিয়া প্রমুখ।
সভায় ভাষা আন্দোলনের শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মিলাদ ও দোয়া পরিচালনা করা হয়। মাহফিলে দোয়া পরিচালনা করেন বড়তলা মজহারিয়া দাখিল মাদ্রাসার সাবেক সুপার শাহ আব্দুছ সত্তার।