বিশ্বনাথে জামায়াতের সেক্রেটারী গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ২৬ ফেব্রুয়ারি ২০১৫ ইং, ৮:৩৩ পূর্বাহ্ণ | সংবাদটি ১২০১ বার পঠিত
মো.জামাল মিয়া::বিশ্বনাথ উপজেলা জামায়াতের সেক্রেটারী আখতার ফারুক কে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা ১টায় উপজেলার দেওকলস ইউনিয়নের ইউমেন্স কলেজ প্রাঙ্গণ থেকে তাকে গ্রেফতার করা হয় বলে পুলিশ জানায়। তিনি উপজেলার দেওকলস ইউনিয়নের আগ্নপাড়া গ্রামের মৃত আছকির মিয়া পুত্র।
পুলিশ জানায়, থানার অফিসার ইন-চার্জ রফিকুল হোসেনের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিত্বে উপজেলার ইউমেন্স কলেজ থেকে তাকে গ্রেফতার করে।
থানার ওসি রফিকুল হোসেন উপজেলা জামায়াতের সেক্রেটারী গ্রেফতারের সত্যতা স্বীকার করে বলেন, তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।